ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত গণ বিশ্ববিদ্যালয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত গণ বিশ্ববিদ্যালয়

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): পবিত্র রমজান, শবে কদর ও ঈদ‍ুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গণবি) ক্যাম্পাস।

গত ২৯ জুন (বৃহস্পতিবার) থেকে বিশ্ববিদ্যালয় খুললেও রোববার পর্যন্ত সেভাবে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল না। ক্যাম্পাস খোলার প্রায় চারদিন পর সোমবার (০৩ জুলাই) শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস।

 

এরই মধ্যে সাভার ও বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী আবাসস্থলগুলোতে ফিরে এসেছেন শিক্ষার্থীরা। তাদের আনাগোনায় ক্যাম্পাসে পুরোপুরি চাঞ্চল্য ফিরে এসেছে।  ‍
 
গণ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্তজা আলী জানান, ক্যাম্পাসে শিক্ষার্থীরা ফিরে এসেছে। এরই মধ্যে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস-পরীক্ষা।  

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৭
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।