মঙ্গলবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় শিক্ষার্থীরা কোর্টের সামনে হাজির হয়েছে বলে জানান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক নজির আমিন চৌধুরী জয়।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনরে দায়ের করা মামলায় কোর্ট মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৫৬জন শিক্ষার্থীকে হাজিরা দেওয়ার জন্য ডেকেছে।
এদিকে কোর্টে হাজিরা দেওয়ার জন্য একটি সংগঠনের নামে বিশ্ববিদ্যালয়ের বাস বরাদ্দ নিলেও গতরাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা বাতিল করেছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা কমিউনিটি বাসে গাদাগাদি করে আদালতে হাজির হয়েছেন।
এ বিষয়ে জানতে পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক সহকারী অধ্যাপক মো. শরিফ হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সড়ক দুর্ঘটনায় জাবির দুই শিক্ষার্থী নিহতের ঘটনা কেন্দ্র করে বেআইনিভাবে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়ক ও ভিসির বাসভবন অবরোধ, মারধর, জখম, ভাঙচুর, ক্ষতিসাধন ও হুমকির জন্য ২৭ মে রাত ১২টায় আশুলিয়া থানায় ৫৬ শিক্ষার্থীর নাম উল্লেখ করে আরও ২০-৩০ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা করেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জুলাই ৪, ২০১৭
এএ