ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মামলা প্রত্যাহারের দাবিতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, জুলাই ৪, ২০১৭
মামলা প্রত্যাহারের দাবিতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন মামলা প্রত্যাহারের দাবিতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় দিকে ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে আদালতের নির্দেশে ৫৪ জন শিক্ষার্থী আদালতে হাজিরা দেন।

হাজিরা শেষে তারা মানববন্ধন করেন।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন বলেন, মামলা জড়িয়ে শিক্ষার্থীদের হয়রানি করে বাংলাদেশের ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিছু অসৎ ব্যক্তির পরামর্শে বিশ্ববিদ্যালয় উপাচার্য এ কাজগুলো করছেন।

এ সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।