মঙ্গলবার (০৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় দিকে ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে আদালতের নির্দেশে ৫৪ জন শিক্ষার্থী আদালতে হাজিরা দেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন বলেন, মামলা জড়িয়ে শিক্ষার্থীদের হয়রানি করে বাংলাদেশের ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিছু অসৎ ব্যক্তির পরামর্শে বিশ্ববিদ্যালয় উপাচার্য এ কাজগুলো করছেন।
এ সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৭
ওএইচ/