মানবন্ধনে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূঁইয়া বলেন, এ ধারায় অনেকগুলো দিক অস্পষ্ট। মামলা হলে জামিন পাবেন না, এটা একটা ভয়ঙ্কর দিক।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মফিজুর রহমান, অপরাধ বিজ্ঞানের শিক্ষক সৈয়দ মাহফুজুল হক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মো. আসাদুজ্জামান ও মারজিয়া রহমান প্রমুখ।
গত ২৮ জুন সাংবাদিক নাজমুল হোসেন ‘বিচারপতির লাল সিঁড়ি ও দেলোয়ারের ক্র্যাচ’ শিরোনামে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তার ফেসবুক স্ট্যাটাসে বিচারপতিদের জন্য লালসিঁড়ির রেওয়াজ ও প্রটোকল ডিউটি নিয়ে মন্তব্য করার অভিযোগ তুলেছেন। পরে গত ৩ জুলাই বিচারপতি, বিচারক ও বিচার বিভাগের ভাবমূর্তি সম্পর্কে ফেসবুকে মন্তব্য করার অভিযোগে নাজমুল হোসেনসহ চারজনের বিরুদ্ধে দিনাজপুরের কোতোয়ালি থানায় তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৭
এসকেবি/এএ