শনিবার (১৫ জুলাই) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু। সভায় ১৩তম একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন, ২০১৬ সালের পরীক্ষার ফলাফল অনুমোদন, বিভিন্ন বিভাগের সিলেবাস পুনর্বিন্যাসসহ কয়েকটি বিষয়ের অনুমোদন দেওয়া হয়।
একাডেমিক কাউন্সিলের সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ও জাহাঙ্গীরনগরের সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবীর, ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ, গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি অধ্যাপক আবুল কাশেম চৌধুরী, অধ্যাপক আলতাফুন্নেসা ও ডা. জাফরুল্লাহ্ চৌধুরী, গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ডা. দেলওয়ার হোসেন, রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ ইকবাল জুবেরী, ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোস্তাফিজার রহমান, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফরিদা আদিব খানম, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও সিনিয়র শিক্ষকরা এসময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
আইএ