ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন ভাসানী বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল: টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষকরা। সোমবার (১৭ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ড. মো. সিরাজুল ইসলাম, লাইফ সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এএসএম সাইফুল্লাহ, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. শাহীন উদ্দিন, সাইন্স অনুষদের ডিন ড. পিনাকী দে প্রমুখ।

বক্তরা বলেন, ভিসি ছাড়া একটি বিশ্ববিদ্যালয় চলতে পারে না।

দীর্ঘদিন ধরে ভিসি না থাকায় বিশ্ববিদালয়ের অনেক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

এসময় বক্তরা শিগগির ভিসি নিয়োগ দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।

চলতি বছরের ৩ মে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি প্রফেসর ড. মো. আলাউদ্দিনের মেয়াদ শেষ হওয়ার পর নতুন ভিসি নিয়োগ না দেয়ায় ভিসি ছাড়াই চলছে এ বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
টিএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ