বুধবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।
ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মেহের আলীকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য দুই সদস্য হলেন- ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আযাদ ও সদস্য সচিব হিসাব বিভাগের উপ-পরিচালক মো. সোহরাওয়ার্দি হোসেন।
গত ১৪ জুলাই ইবির উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর ব্যক্তিগত সহকারী রেজাউলের বিরুদ্ধে একটি জাতীয় দৈনিক পত্রিকায় ‘ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে রেজাউলের দাখিলকৃত তার বাবার মুক্তিযোদ্ধা সনদ যাচাই-বাছাই এর জন্য তদন্ত কমটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির সদস্যদের দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
আরবি/