তিনি বলেছেন, প্রতিবছরই ইংরেজিতে পরীক্ষার্থীরা একটু খারাপ ফলাফল করে। তবে এবছর খারাপের পরিমাপটা একটু বেশি।
বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখার শিক্ষার্থীরা এবছর ইংরেজিতে তুলনামূলকভাবে ভালো ফলাফল আনতে পারেননি। তাই বলা যায় ইংরেজি বিষয়ের কারণে এবারে পাসের হারে প্রভাব পড়েছে।
রোববার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় এ কথা বলেন বোর্ডের সচিব সচিব বিপ্লব কুমার ভট্টাচার্য।
বরিশাল শিক্ষা বোর্ডে গত বছর পাসের হার ছিল ৭০.১৩ শতাংশ। এ বছর পাসের হার দশমিক ১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭০ দশমিক ২৮ শতাংশে। তবে ইংরেজিতে ফলাফল ভালো হলে পাসের হার আরো বাড়তো।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এমএস/জেডএস