রোববার (২৩ জুলাই) দুপুর ১টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের ফলাফল ঘোষণা করা হয়।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর বিজ্ঞান বিভাগে ২০ হাজার ১শ’ ৬৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৪ হাজার ৬শ’ ৬৩ জন পাস করেছে।
পাসের হারের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ব্যবসায় শিক্ষা। এ বিভাগে ৩৭ হাজার ৮শ’ ১৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৮ হাজার ৭শ’ ৬৯ জন পাস করেছে।
এ বিভাগে পাসের হার ৪৯ দশমিক ৬৩ শতাংশ। যার মধ্যে ছেলেদের পাসের হার ৪৬ দশমিক ৭৪ শতাংশ (১০ হাজার ২শ’ ৩৮ জন) এবং মেয়েদের পাসের হার ৫৩ দশমিক ৬১ শতাংশ (পাস করেছে ৮ হাজার ৫শ’ ৩১ জন)। এ বিভাগেও মেয়েরা এগিয়ে রয়েছে।
মানবিক বিভাগে ৪২ হাজার ৩শ’ ৯৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৬ হাজার ২শ’ ৭২ জন পাস করেছে। এ বিভাগে পাসের হার ৩৮ দশমিক ৩৮ শতাংশ । যার মধ্যে ছেলেদের পাসের হার ৩৬ দশমিক ৮৬ শতাংশ (৫ হাজার ৪শ’ ৮৬ জন পাস করেছে) এবং মেয়েদের পাসের হার ৩৯ দশমিক ২১ শতাংশ ( পাস করেছে ১০ হাজার ৭শ’ ৮৬ জন)। এ বিভাগেও মেয়েরা এগিয়ে রয়েছে।
এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১ হাজার ৬শ’ ৩৯ জন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩শ’ ৭২ জন। এর মধ্যে ৪৮ হাজার ৪ জন ছেলে ও ৫২ হাজার ৩শ’ ৬৮ জন মেয়ে পরীক্ষায় অংশ নেয়। এবার পাস করেছে ৪৯ হাজার ৭০৪ জন। এর মধ্যে ২৩ হাজার ৭শ’ ৯২ জন ছেলে ও ২৫ হাজার ৯শ’ ১২ জন মেয়ে পাস করেছে।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
আরআর