ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফেনীতে শীর্ষে গার্লস ক্যাডেট কলেজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
ফেনীতে শীর্ষে গার্লস ক্যাডেট কলেজ ফেনী গালর্স ক্যাডেট কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা/ছবি: বাংলানিউজ

ফেনী: এবারের এইচএসসির ফলাফলে ফেনীতে শীর্ষে রয়েছে গার্লস ক্যাডেট কলেজ। এ কলেজ থেকে ৫৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৫২ জন জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পাসসহ বাকি ৫ জন পেয়েছে জিপিএ ৪।

কলেজের অধ্যক্ষ জাহানারা চৌধুরী বাংলানিউজকে জানান, ছাত্রীদের অধ্যয়ন, একাগ্রতা আর শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টার কারণে ফলাফলের এ ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয়েছে।

অপরদিকে ২য় স্থানে রয়েছে শহরতলীর জয়নাল হাজারী কলেজ।

এ কলেজ থেকে ৩৯৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়েছে ২৬৮ জন। কেউ জিপিএ ৫ না পেলেও পাসের হার ৬৮.৩৭ শতাংশ।  

অপরদিকে তৃতীয় স্থানে রয়েছে ফেনী সরকারি কলেজ। ১২শ ৬০ পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়েছে ৮০১ জন। অকৃতকার্য হয়েছে ৪৫৯ জন। তিন বিভাগ মিলিয়ে ২৯ জন জিপিএ ৫ পেলেও পাসের হারে পিছিয়ে রয়েছে কলেজটি। এছাড়াও জেলার ৩৩টি কলেজ মিলিয়ে জিপিএ ৫ পেয়েছে ৮৫ জন।  

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এসএইচডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ