ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাইমএশিয়ায় শেয়ারিং ওয়ার্কশপ-২ অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
প্রাইমএশিয়ায় শেয়ারিং ওয়ার্কশপ-২ অনুষ্ঠিত প্রাইমএশিয়ায় শেয়ারিং ওয়ার্কশপ-২ অনুষ্ঠিত/ছবি: সংগৃহিত

ঢাকা: প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি মাইক্রোবায়োলজি বিভাগের উদ্যোগে ‘শেয়ারিং ওয়ার্কশপ-২’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ জুলাই) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী।

পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ কে এম আশরাফুল হক, স্কুল অব বায়োলজিকেল সায়েন্সের ডিন প্রফেসর ড. এ জে এম ওমর ফারুক এবং আইকিউএসি’র পরিচালক ড. হেলাল উদ্দিন।

অনুষ্ঠানের সভাপতি এবং কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান এবং বিভাগের সেল্ফ অ্যাসেসম্যান্ট কমিটির (এসএসি) চেয়ারম্যান ড. শুভময় দত্ত।

এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. জাহেদ উদ্দীন মাহমুদ খাঁন, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ শাহজালাল, বিভাগের সব শিক্ষক এবং প্রাক্তন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
পিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ