ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

২০০ একর জমি অধিগ্রহণের অনুমতি পেলো জবি!

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
২০০ একর জমি অধিগ্রহণের অনুমতি পেলো জবি!

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) সর্বাধুনিক ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে ২শ’ একর জমি অধিগ্রহণের অনুমতি দিয়েছে সরকার। জেলা প্রশাসনে সহায়তায় এই জমি অধিগ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১৩ আগস্ট) রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য আগে প্রদত্ত কেরানীগঞ্জ উপজেলার বাঘৈর মৌজায় ৫০ একর জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন বাতিল পূর্বক আবেদনকৃত দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদি মৌজায় কমবেশি ২শ’ একর জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন করতে সরকার সম্মত হয়েছে।

প্রজ্ঞাপনে যে ২শ’ একর জমি অধিগ্রহণের অনুমোদন দেয়া হয়েছে এর দাগ নম্বর তুলে দেয়া হয়। এর মাধ্যমে জবিকে আগামী দিনে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে যে ধরনের অবকাঠামো দরকার তা নির্মাণ করা হবে বলে জানিয়েছেন জবি উপাচার্য ড. মীজানুর রহমান।

বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
ডিআর/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।