ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাস দুর্ঘটনায় নোবিপ্রবির ৫ শিক্ষার্থী আহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
বাস দুর্ঘটনায় নোবিপ্রবির ৫ শিক্ষার্থী আহত খাদে পড়ে যাওয়া বাস

নোয়াখালী: সোনাপুর থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) যাওয়ার পথে সুবর্ণ এক্সপ্রেস বাস একটি সিএনজির সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি খাদে পড়ে যায়, আহত হন বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীসহ সাধারণ কয়েকজন যাত্রী।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থীর মধ্যে তিনজন ছাত্র ও দুইজন ছাত্রী আহত হয়েছেন।

 তারা হলেন রাকিবুল, শামীম, রাজন, ঈশা ও মাহমুদা। সবাই ফিসারিজ অ্যান্ড মেরিন সায়েন্স’র দশম ব্যাচের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রক্টর মুশফিকুর রহীমের সার্বিক তত্ত্বাবধানে বিষয়টি পুরাপুরিভাবে তদারকি করা হচ্ছে।  

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়া বাসটি ক্রেন দিয়ে উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।