ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি অ্যালামনাইয়ের উদ্যোগে শোক দিবস আলোচনা শনিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
ঢাবি অ্যালামনাইয়ের উদ্যোগে শোক দিবস আলোচনা শনিবার

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সভা অনুষ্ঠিত হবে।

শনিবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘স্মরণে শপথে ১৫ আগস্ট’ শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করা হয়েছে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি, বিশেষ অতিথি থাকবেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

আলোচক থাকবেন সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম।

সভাপতিত্ব করবেন ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ. কে. আজাদ। সঞ্চালনা করবেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব রঞ্জন কর্মকার।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।