ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবিতে ‘জার্নি টু ক্যারিয়ার’ সেমিনার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
ইবিতে ‘জার্নি টু ক্যারিয়ার’ সেমিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি: দেশ-বিদেশে বর্তমান চাকরির বাজারে চাহিদার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জার্নি টু ক্যারিয়ার’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) কনজুমার ইয়ুথ বাংলাদেশ ইবি শাখা এবং বিডিজবসডটকম-এর যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

কনজুমার ইয়ুথ বাংলাদেশ ইবি শাখার উপদেষ্টা অধ্যাপক ড. মেহের আলীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা প্রমুখ।

সেমিনারে বর্তমান চাকরির ক্ষেত্রে নিজেকে সঠিকভাবে উপস্থাপন, নির্ভুল জীবন বৃত্তান্ত (বায়োডাটা) তৈরি ও ইন্টারভিউসহ চাকরির জন্য প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।