ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সরকারি হলো ৪ মাধ্যমিক বিদ্যালয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
সরকারি হলো ৪ মাধ্যমিক বিদ্যালয়

ঢাকা: চার বেসরকারি মধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে সরক‍ারিকরণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৩ আগস্ট) মন্ত্রণালয় এসব প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে।

সরকারিকরণ করা বিদ্যালয়গুলো হলো- যশোর অভয়নগরের নওয়াপাড়া উপজেলার শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়, খুলনা দিঘলিয়া উপজেলার সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরার শ্যামনগরের নকিপুর এইচসি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং বাগেরহাটের রামপাল উপজেলার গিলাতলা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়।  
 
এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা অন্যত্র বদলি হতে পারবেন না বলে আদেশে উল্লেখ করা হয়েছে।


 
গত ১০ আগস্ট তিনটি মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়।
 
সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়বিহীন উপজেলায় একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণের অংশ হিসেবে এসব প্রতিষ্ঠান জাতীয়করণ করা হলো।
 
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।