ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

শিক্ষা

ডিগ্রি ও অনার্স শেষ বর্ষের ২৬-২৯ আগস্টের পরীক্ষা স্থগিত

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৭, আগস্ট ২৪, ২০১৭
ডিগ্রি ও অনার্স শেষ বর্ষের ২৬-২৯ আগস্টের পরীক্ষা স্থগিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের (লোগো)

ঢাকা: দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৫ সালের ডিগ্রি পাস ও ২০১৬ সালের অনার্স চতুর্থ বর্ষের ২৬ থেকে ২৯ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত এসব পরীক্ষার পরিবর্তিত সময়সূচি শিগগিরিই জানানো হবে।

এরআগে বুধবার (২৩ আগস্ট) দুপুর দেড়টা থেকে ২০১৬ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।