ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির গার্হস্থ্য অর্থনীতি কলেজে ভর্তির আবেদন সময় বৃদ্ধি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
ঢাবির গার্হস্থ্য অর্থনীতি কলেজে ভর্তির আবেদন সময় বৃদ্ধি

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজসমূহের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির ভর্তির আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে।‍

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এতে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজসমূহে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন সময়সীমা ১২ নভেম্বর (রবিবার) দুপুর ২টার পরিবর্তে ২৬ নভেম্বর শেষ হবে।

গত ১০ অক্টোবর (মঙ্গলবার) থেকে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়।
 
ঢাবির ওয়েবসাইটে http://admission.eis.du.ac.bd)  ভর্তির সাধারণ নিয়মাবলী ও ভর্তির নির্দেশিকা পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এসকেবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।