ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসি: শেষ দিনে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৩৩৩০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
জেএসসি: শেষ দিনে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৩৩৩০

বরিশাল: বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার শেষ দিনে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

এদিনের পরীক্ষায় বরিশাল বোর্ডের ১৭২টি কেন্দ্রে ৩ হাজার ৩৩০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, শেষ দিনের এ পরীক্ষায়- বরিশাল জেলায় ৯৬৯ জন, ঝালকাঠিতে ৩৪৮, পিরোজপুরে ৩৮৫, পটুয়াখালীতে ৬৫০, বরগুনায় ৩৬২ এবং ভোলা জেলায় ৬১৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।  

এবছরের পরীক্ষায় গড় হিসাবে অনুপস্থিতির হার কিছুটা কমেছে বলে জানান তিনি।  

এবছর বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে ১ লাখ ২১ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী রয়েছে, যা গত বছর ছিল ১ লাখ ১৭ হাজার ৪৫৬ জন।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।