ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৩৮ জন

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
ইবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৩৮ জন

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সম্মান ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১ থেকে ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ বছর নতুন আটটি বিভাগের ৫৪০টি আসনসহ মোট ২২৭৫টি আসনের বিপরীতে ৮৭ হাজার ৩৬৮টি আবেদন ফরম জমা পড়েছে। ফলে ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে ৩৮ জন ভর্তিচ্ছু ভর্তি যুদ্ধে অংশ নেবে।

সোমবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টার সূত্রে জানা যায়, এ বছর বিশ্ববিদ্যালয়ের ৮টি ইউনিটে ৩৩টি বিভাগের মোট ২২৭৫টি আসনের বিপরীতে এ ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এর মধ্যে ধর্মতত্ত্ব অনুষদভূক্ত ‘এ’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২০৮৫ জন। ‘এ’ ইউনিটে প্রতি আসনে লড়বে ৯ জন শিক্ষার্থী।

কলা অনুষদভূক্ত ‘বি’ ইউনিটে ৪২০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৪ হাজার ৪৩৪ জন ভর্তিচ্ছু। ‘বি’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তি যুদ্ধে অংশ নিবে ৩৪ জন ভর্তিচ্ছু।

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত “সি” ইউনিটে ৩৭৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৭ হাজার ৭০২ জন। “সি” ইউনিটে প্রতি আসনে লড়বে ৪৭ জন।

ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভূক্ত “ডি” ইউনিটে ২৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৬ হাজার ২জন। প্রতি আসনে লড়বে ৬৭ জন।

“ই” ইউনিটে ২০০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৩ হাজার ২৬ জন। “ই” ইউনিটে প্রতি আসনে সর্বোচ্চ সংখ্যক ৬৫ জন ভর্তিচ্ছু ভর্তি পরীক্ষায় অংশ নিবেন।

ফলিত বিজ্ঞান অনুষদভূক্ত “এফ” ইউনিটে ১০০ আসনের বিপরীতে ৩ হাজার ৭৭৪ জন আবেদন করেছেন। এফ ইউনিটে প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিবেন ৩৮ জন।

ব্যবসায় প্রশাসন অনুষদভূক্ত “জি” ইউনিটে ৪৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯ হাজার ১৩৪ জন। ‘জি’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বে ২০ জন শিক্ষার্থী।

এবং আইন ও শরিয়াহ অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন ১০ হাজার ৭৫১ জন ভর্তিচ্ছু। এইচ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিবেন ৩৮ জন শিক্ষার্থী।

উল্লেখ্য ১৫ অক্টোবর থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়ে রোববার (১৯ নভেম্বর) রাত ১২টায় শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ২০ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।