ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হাইস্কুলের শিক্ষার্থী দিয়ে পিইসির প্রক্সি, বহিষ্কার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
হাইস্কুলের শিক্ষার্থী দিয়ে পিইসির প্রক্সি, বহিষ্কার ২ প্রাথমিক সমাপনী পরীক্ষা (ফাইল ফটো)

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জে প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) প্রক্সি দেওয়ার ঘটনায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃকরা হলো- সাদেকপুর দাখিল মাদ্রাসার ছাত্র তামিম হোসেন ও উপজেলার আনন্দ স্কুলের ছাত্রী রাত্রী।

মঙ্গলবার (২১ নভেম্বর) উপজেলার সাদেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ বহিষ্কারের ঘটনা ঘটে।



উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপক কুমার রায় বাংলানিউজকে জানান, শিক্ষার্থী তানিমের হয়ে উপজেলার সাদেকপুর দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র নোমান এবং রাত্রীর হয়ে তার ফুফাতো বোন উপজেলার আনন্দ স্কুলের নবম শ্রেণির ছাত্র সীমা আক্তার প্রক্সি দিচ্ছিলো। বিষয়টি জানতে পেরে তানিম ও রাত্রীকে বহিষ্কার করা হয়। পরে তাদের অভিভাবকদের ডেকে বহিষ্কারের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।  

এছাড়া প্রক্সি দিতে আসা শিক্ষার্থীদের সতর্ক করে তাদের অভিভাবকদের কাছে তুলে দেওয়া হয়েছে বলেও জানান ইউএনও দীপক কুমার রায়।

এ ঘটনার সঙ্গে এক শিক্ষক জড়িত রয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

বাংলা‌দেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ন‌ভেম্বর ২১, ২০১৭
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।