ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাল্যবিবাহ ও নারী সহিংসতারোধে ক্লাস নেওয়ার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
বাল্যবিবাহ ও নারী সহিংসতারোধে ক্লাস নেওয়ার নির্দেশ

ঢাকা: ছাত্র-ছাত্রীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের প্রতিটি উচ্চ বিদ্যালয় ও কলেজে বাল্যবিবাহ নিরোধ, নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে মাসে অন্তত এক ঘণ্টার একটি ক্লাস নেওয়ার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে সুপারিশের পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে (মাউশি) নির্দেশ দেওয়া হয়।
 
জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩৮তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।


 
সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার (২১ নভেম্বর) মাধমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম-সচিব সালমা জাহান স্বাক্ষরিত নির্দেশনাটি মাউশি মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।
 
ছেলেদের ক্ষেত্রে ২১ এবং মেয়েদের ১৮ বছর বয়সের নিচে বিয়ে দেওয়া আইনে নিষিদ্ধ রয়েছে। কিন্তু এ বয়সের নিচে বিয়ে হয়ে যাওয়ার প্রবণতারোধে উদ্যোগ নিয়েছে দুই মন্ত্রণালয়।
 
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।