ঢাকা, শুক্রবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ৩০ মে ২০২৫, ০২ জিলহজ ১৪৪৬

শিক্ষা

ভর্তি পরীক্ষা সামনে রেখে বেরোবির মতবিনিময়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, নভেম্বর ২৫, ২০১৭
ভর্তি পরীক্ষা সামনে রেখে বেরোবির মতবিনিময় বেরোবির মতবিনিময় সভা

বেরোবি (রংপুর): রোববার (২৬ নভেম্বর) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৭-১৮ সেশনের স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রসাশনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপাচার্যের বাসভবনের রেসিডেন্সিয়াল অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

এতে উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ছাড়াও মোবাইল কোর্ট কাজ করবে।  

এসময় ভর্তি পরীক্ষা সামনে রেখে বেরোবিসাস’র পক্ষ থেকেও সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক তাবিউর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি তপন কুমার রায়, সহ-সভাপতি এইচএম নুর আলম, সাধারণ সম্পাদক নুর ইসলাম সংগ্রাম, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ মাহফুজুল ইসলাম বকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোবাশ্বের আহমেদ, দপ্তর সম্পাদক ইভান চৌধুরী, কার্যকরী সদস্য আল-আমিন, সদস্য রোমানুজ্জামান রোমান, রাব্বী হাসান সবুজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।