মঙ্গলবার (২৬ ডিসেম্বর) পরিবেশ বিজ্ঞান বিভাগের ওয়াটার রিসার্স সেন্টারে এ কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, উন্নয়নের সঙ্গে পরিবেশ ওতপ্রোতভাবে জড়িত।
বিভাগীয় সভাপতি অধ্যাপক আমির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মশালার টেকনিক্যাল সেশনের সভাপতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুস সাত্তার।
স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ বিজ্ঞান বিভাগের ওয়াটার রিসার্স সেন্টার প্রকল্পের সাব প্রকল্প ম্যানেজার পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক মো. খবির উদ্দিন।
প্রশিক্ষণ কর্মশালায় বিভাগের শিক্ষার্থীরা প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
জিপি