ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

শিক্ষা

ভোলায় প্রাথমিকে পাসের হার ৯৬.৭২ ও ইবতেদায়িতে ৯৭.৭৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৬, ডিসেম্বর ৩০, ২০১৭
ভোলায় প্রাথমিকে পাসের হার ৯৬.৭২ ও ইবতেদায়িতে ৯৭.৭৩ পরীক্ষার্থীর ফাইল ছবি

ভোলা: ভোলায় এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৬.৭২ শতাংশ এবং ইবতেদায়িতে ৯৭.৭৩ শতাংশ।

জেলায় প্রাথমিকে অংশগ্রহণ করেছিলো ৩৮ হাজার ৬৬৮ জন। এর মধ্যে পাস করেছে ৩৫ হাজার ৩৭৮ জন।

যার ১৪ হাজার ৯১০ জন বালক এবং ২০ হাজার ৪৬৮ জন বালিকা।

জেলায় প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ৯৩৫ জন। এদের মধ্যে বালক ৪০১ জন এবং বালিকা ৫৩৪জন।

এদিকে জেলায় ইবতেদায়িতে অংশ নিয়েছিলো ৭ হাজার ৫০২ জন। এর মধ্যে পাস করেছে ৬ হাজার ২৪৫ জন। যার ২ হাজার ৫৪১ জন বালক এবং ৩ হাজার ৭০৪ জন বালিকা।

ইবতেদায়িতে জিপিএ-৫ পেয়েছে ৬৪ জন। এদের মধ্যে বালক ৩১ জন এবং বালিকা ৩৩ জন।

ভোলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।