সোমবার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে শহরের ঠনঠনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নতুন বই বিতরণ ‘বই উৎসব’ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনাসহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা।
জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানা যায়, জেলার ১২টি উপজেলার ২ হাজার ৯৫০টি প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ী, মাধ্যমিক স্কুল, দাখিল মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ৭ লাখ ১৭ হাজার ৮৬৫ জন ছাত্র-ছাত্রীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এমবিএইচ/জিপি