ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবির সঙ্গে ইমপোরিয়া স্টেট ইউনিভার্সিটির সমঝোতা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
জাবির সঙ্গে ইমপোরিয়া স্টেট ইউনিভার্সিটির সমঝোতা জাবির সঙ্গে ইমপোরিয়া স্টেট ইউনিভার্সিটির সমঝোতা

জাবি: দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণার উদ্দেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সঙ্গে আমেরিকার ইমপোরিয়া স্টেট ইউনিভার্সিটির সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এর আওতায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা ইমপোরিয়া স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, ইমপোরিয়া স্টেট ইউনিভার্সির ইন্টারন্যাশনাল এডুকেশনের নির্বাহী পরিচালক ড. মার্ক ড্যালি, বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক জাহিদুল করিম ও অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।