এতে অংশগ্রহণকারীদের ১৮ জানুয়ারির মধ্যে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ বাংলানিউজকে নিশ্চিত করেন।
প্রথম দিনে (১০ জানুয়ারি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত 'এ' ইউনিট, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত 'ডি' ও 'ই' ইউনিট, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত 'জি' এবং আইন ও শরীয়াহ অনুষদভুক্ত 'এইচ' ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
এছাড়া ওইদিন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'বি' ইউনিটের শুধুমাত্র ইংরেজি বিভাগে ভর্তির সাক্ষাৎকার এবং ১৩ জানুয়ারি আরবী বিভাগে ভর্তির সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
অন্যদিকে ১৩ জানুয়ারি মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'সি' এবং ১৪ জানুয়ারি ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত 'এফ' ইউনিটের ভর্তির সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
সাক্ষাৎকারে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র ও এসএসসি, এইচএসসি সমমানের মূল রেজিস্ট্রেশন কার্ড, নম্বরপত্র, সনদপত্র, প্রশংসাপত্র, ১০ কপি সত্যায়িত ছবি এবং এ সকল ডকুমেন্টের সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে।
এছাড়াও ভর্তির সময় জন্ম নিবন্ধন সনদ, পিতা মাতার জাতীয় পরিচয়পত্র, পিতার বার্ষিক উপার্জনের সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে।
সাক্ষাৎকার ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.iuac.bd) পাওয়া যাবে।
এ বছর ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের গত ১২ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সাক্ষাৎকার ও ভর্তি অনুষ্ঠিত হয়। মেধা তালিকায় ভর্তি শেষে বিভিন্ন বিভাগে ৭০৬টি আসন ফাঁকা থাকে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
টিএ