বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এ আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্ব হিন্দি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আধুনিক ভাষা ইনস্টিটিউটের হিন্দি ভাষার শিক্ষক ড. যোগেশ বাশিষ্ট অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এ রকম অনুষ্ঠান আয়োজন করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান শ্রিংলা।
ঢাবি উপাচার্য বলেন, হিন্দি শুধু ভারতের ভাষা নয়, এর বাইরেও বিভিন্ন স্থানে হিন্দি ভাষাভাষী রয়েছে। বাংলাদেশেও এমন অনেকে রয়েছেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়েও হিন্দি ভাষার কোর্স চালু আছে।
এখানে স্থায়ী শিক্ষক নিয়োগের বিষয়ে হাই কমিশনের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে হিন্দি ম্যাগাজিন দ্বিতীয় সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া হিন্দি ভাষা কোর্সের কৃতী শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড ও ক্রেস্ট দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এসকেবি/এএ