ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েটে ১ম বর্ষের ক্লাস শুরু ২০ জানুয়ারি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
রুয়েটে ১ম বর্ষের ক্লাস শুরু ২০ জানুয়ারি

রাবি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ২০ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। এর আগে ১৮ জানুয়ারি রুয়েট অডিটোরিয়ামে নবাগতদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হবে।

ভর্তি হওয়া কোনো শিক্ষার্থী ক্লাস শুরুর পর টানা ১০ কার্যদিবস অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল বলে গণ্য হবে।

সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় রুয়েট জনসংযোগ দফতর থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রুয়েট অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় ১৮ জানুয়ারি নতুন শিক্ষাবর্ষের ওরেয়েন্টশন সভা ও ২০ জানুয়ারি থেকে নিয়মিত ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৮ জানুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদ, সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত যন্ত্রকৌশল অনুষদ এবং দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পুরকৌশল অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হবে। সভা শুরুর আধঘন্টা আগে শিক্ষার্থীদের কেন্দ্রীয় অডিটোরিয়ামে উপস্থিত হতে বলা হয়েছে।

এতে প্রধান অতিথি থাকবেন রুয়েট ভিসি অধ্যাপক ড. মোহা. রফিকুল আলম বেগ।

এছাড়া ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া নিয়মিত ক্লাসের রুটিন শিক্ষার্থীদের নিজ দায়িত্বে সংগ্রহ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০‌১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।