শনিবার (২০ জানুয়ারি) দুপুরে রাবির সিনেট ভবনে অনুষ্ঠিত ৬১ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান শিক্ষকদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, ‘প্রাথমিক-মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় বলি সবগুলোর সঙ্গেই বিদ্যালয় আছে।
পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের এ বিশ্ববিদ্যালয়কে আরও ওপরের দিকে নিয়ে যেতে হবে। আর এ কাজটি হতে পারে দক্ষ ও ভালো শিক্ষক নিয়োগের মাধ্যমে। যদি ভালো শিক্ষক নিয়োগ দেওয়া না যায়, তবে তার প্রভাব ৪০টি বছর থেকে যায়। আর এজন্য বিশ্ববিদ্যালয় কোনোদিনই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কারণ খারাপ-অযোগ্য শিক্ষক নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের মান যেমন কমবে, তেমনিভাবে শিক্ষক পদটিও অসম্মানিত হবে। তাই এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। ’
সমিতির সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রুহুল আমিন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রয়াত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখের- ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক শামসুল আলম, সমাজকর্ম বিভাগের অধ্যাপক জালাল উদ্দিন ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক এম এ রাজ্জাক।
এ সময় অবসরপ্রাপ্ত শিক্ষকরা তাদের ক্যাম্পাস জীবনের নানা স্মৃতির কথা তুলে ধরেন ও শিক্ষক সমিতির এ আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
এসএস/জিপি