আসন্ন এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে জাতীয় মনিটরিং কমিটির সভার শুরুতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এ কথা বলেন।
সচিব বলেন, যদি এ রকম ঘটনা ঘটে, প্রশ্ন আগেই আউট হয়েছে, সেক্ষেত্রে সেই পরীক্ষা বাতিল হবে।
এর আগে বিভিন্ন সময় প্রশ্নফাঁসের যে অভিযোগ উঠেছে তা উড়িয়ে দিয়ে সোহরাব হোসাইন বলেন, বেশিরভাগ ক্ষেত্রে ভুয়া প্রশ্ন পাওয়া গেছে। আর ফাঁস হলেও প্রশ্ন সেট বদল করে পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষা শুরু আধঘণ্টা আগে শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে বলে জানান সোহরাব হোসাইন।
বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
এমআইএইচ/এএটি