ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

শিক্ষা

দ্বিতীয় মেয়াদে জাবি উপাচার্য ফারজানা ইসলাম

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৭, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
দ্বিতীয় মেয়াদে জাবি উপাচার্য ফারজানা ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: দ্বিতীয় মেয়াদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য হিসেবে পুনঃনিয়োগ পেলেন অধ্যাপক ফারজানা ইসলাম।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন স্বাক্ষর করেন।

পুনঃনিয়োগ পাওয়ায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান দ্বিতীয় মেয়াদে জাবির উপাচার্য হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন অধ্যাপক ফারজানা ইসলাম।

 

তিনি আরও বলেন, লিখিত প্রজ্ঞাপন এখনো হাতে এসে পৌঁছায়নি।

২০১৪ সালের ২ মার্চ ভিসি প্যানেলে নির্বাচিত হয়ে দেশের প্রথম নারী উপাচার্য হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করেন অধ্যাপক ফারজানা ইসলাম। আগামী ২ মার্চ তার মেয়াদকাল শেষ হওয়ার কথা ছিলো। এর আগেই বৃহস্পতিবার (১৫ ফেব্রয়ারি) পুনঃনিয়োগ পেলেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।