শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে এ মারধরের ঘটনা ঘটে।
জানা যায়, সকালে শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক স্বজন বরণ বিশ্বাসের কক্ষ ভাঙচুর করতে কাজী নজরুল ইসলাম হলে যায় শাখা ছাত্রলীগের সভাপতি ও তার সমর্থকরা।
এ বিষয়ে কথা বলতে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলেও কথা বলা সম্ভব হয়নি। তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘যুগ্ম সম্পাদক স্বজন বরণ হলের টাকা নিয়ে চলে যাওয়ায় ক্ষুব্ধ নেতাকর্মীরা তার হলে গেলে এসময় একটা অনাকাঙ্খিত ঘটনা ঘটে। ’
সাংবাদিককে মারধরের বিষয়ে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মুহাম্মাদ শফিউল্লাহ বলেন, ‘শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় রোববার (২৫ ফেব্রুয়ারি) লিখিত অভিযোগ দেয়া হবে। প্রশাসনের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। সাংবাদিক সমিতি এ ঘটনার দ্রুত বিচার দাবি করছে। বিচারের জন্য সমিতি কঠোর অবস্থানে যেতেও প্রস্তুত রয়েছে। ’
ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন প্রক্টরিয়াল বডিসহ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি এসময় অভিযোগ শুনে বলেন, ‘প্রাথমিকভাবে এ ঘটনা কোনোভাবেই কাম্য নয়। সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক গঠনমূলক কাজ করে থাকে। অভিযোগ দায়েরের পর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ’
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
আরবি/