রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পশ্চিম পাশে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে মুক্তিযোদ্ধার সন্তান সালেক মুহিদ বলেন, আমরা মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে যে সুযোগটা পাচ্ছি তা অনৈতিক।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি- কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬% থেকে ১০% এ নিয়ে আসতে হবে, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে, চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার নয়, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা নয় ও চাকরির প্রবেশের ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা করতে হবে।
এ সময় তারা এই পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়ন লক্ষ্যে গণসাক্ষর করেন।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা ফেব্রুয়ারি ২৫, ২০১৮
এএটি