মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিগমুন্ড ফ্রয়েড কনফারেন্স হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে ‘ভাষা সংরক্ষণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা এবং কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জবি উপাচার্য বলেন, এফএম রেডিওসহ বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে যেভাবে বাংলাভাষাকে বিকৃত করা হয় তা হতাশাজনক।
তিনি আরো বলেন, ভাষা সংরক্ষণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এ ব্যাপারে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এজন্য বিভিন্ন কর্মশালা, আলোচনা অনুষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জবি প্রেসক্লাবের সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান দিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম মনিরুজ্জামান, জবি প্রক্টর অধ্যাপক ড. নূর মোহাম্মদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাহীন প্রমুখ।
এসময় বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
কেডি/জেডএস