ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘সরকারের উন্নয়ন দেখে জনগণের মধ্যে স্বস্তি ফিরেছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
‘সরকারের উন্নয়ন দেখে জনগণের মধ্যে স্বস্তি ফিরেছে’

রাজশাহী: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, সরকারের উন্নয়ন দেখে জনগণের মধ্যে স্বস্তি ফিরেছে। আগেও অনেক সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু তারা নিজের ভাগ্য ছাড়া জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি। এখন মানুষের মধ্যে বিশ্বাস জন্মেছে, দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে এবং তা টিকিয়ে রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।

মন্ত্রী শুক্রবার (০২ মার্চ) বিকেলে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী মনোমোহনী উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা এবং আবুল কালাম আজাদ বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, পাকিস্তান আমলে দেশে কোনো প্রাথমিক বিদ্যালয় ছিলো না। বর্তমানে বাংলাদেশে ৬৫ হাজার সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মিত হচ্ছে। তাই নতুন প্রজন্মকে মাদকের নেশা ছেড়ে বই পড়ার নেশায় মেতে উঠতে হবে। কারণ আজকের ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, দেশের উন্নয়ন শক্তিশালী করে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার ফলে দেশ এগিয়ে যাচ্ছে এবং জনগণ এর সুফল ভোগ করতে শুরু করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত করবেন।

সরকার প্রতিটি জেলা-উপজেলায় একটি করে কলেজ ও বিদ্যালয় জাতীয়করণ করার প্রক্রিয়া চালাচ্ছে বলে জানান শাহরিয়ার আলম।  

পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অতিথিদের মধ্যে উপহার তুলে দেন। মনোমোহনী উচ্চ বিদ্যাললের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রখ্যাত সাহিত্যিক প্রফেসর হাসান আজিজুল হক সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবু হেনা কামাল, প্রফেসর মোসলেম আলী, শফিকুল ইসলাম মুকুট, বীর প্রতীক আজাদ আলী, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।