ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

শিক্ষা

মাস্টার্স নিয়মিত-প্রাইভেট প্রোগ্রামে ভর্তি শুরু ৬ মার্চ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৮, মার্চ ৪, ২০১৮
মাস্টার্স নিয়মিত-প্রাইভেট প্রোগ্রামে ভর্তি শুরু ৬ মার্চ

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) এবং ২০১৭ সালের মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে অনলাইন ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন শুরু হবে মঙ্গলবার (০৬ মার্চ)। চলবে ২০ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত।

রোববার (০৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে জানানো হয়, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) এবং ২০১৭ সালের মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে অনলাইন ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন ০৬ মার্চ থেকে শুরু হয়ে চলবে ২০ মার্চ পর্যন্ত।

এ ভর্তি সংক্রান্ত সব তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (nu.edu.bd/admissions অথবা www admissions.nu.edu.bd) Important Notice/ Prospectus (Master’s) অপশন থেকে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।