ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি

ঢাকা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও প্রকৌশল বিভাগের অধ্যাপক এম রোস্তম আলীকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও প্রকৌশল বিভাগের অধ্যাপক এম রোস্তম আলীকে আগামী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়টির ভিসি নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।  

বুধবার (৭ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।


 
অধ্যাপক রোস্তম আলী বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য অধ্যাপক আল-নকীব চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন। গত ১ জানুয়ারি অধ্যাপক নকীবের মেয়াদ শেষ হয়। দুই মাসেরও বেশি সময় শূন্য থাকার পর নিয়োগ দিওয়া হয়।

প্রজ্ঞাপন বলা হয়, রাষ্ট্রপতি চাইলে মেয়াদ পূর্তির আগে এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন। উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে অধ্যাপক রোস্তমকে সব সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এমআইএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।