ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে নাট্যকর্মীকে মারধরে জড়িতদের বহিষ্কারের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
রাবিতে নাট্যকর্মীকে মারধরে জড়িতদের বহিষ্কারের দাবি বিশ্ববিদ্যালয়ের অনুশীলন নাট্যদলের মানববন্ধন

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক নাট্যকর্মীকে মারধরের প্রতিবাদে ও এ ঘটনায় জড়িতদের বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছ বিশ্ববিদ্যালয়ের অনুশীলন নাট্যদল।

বৃহস্পতিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও অনুশীলন নাট্যদলের পরিচালক মলয় ভৌমিকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামাল উল্লাহ সরকার, রাজশাহী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি মন্ডলির সদস্য আবুল কাশেম প্রমুখ।

মানববন্ধনে ফজলে হোসেন বাদশা বলেন, সাংস্কৃতিক কর্মীদের ওপর যারা হামলা করে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয়। অসাম্প্রদায়িকতার কথা বলে সুযোগ পেলেই তারা হিংস্রতার বহিঃপ্রকাশ ঘটায়। নাট্যকর্মীদের ওপর প্রায়ই এ ধরনের ঘটনা ঘটলেও এর কোনো সুষ্ঠু বিচার হচ্ছে না। এসব বিচ্ছিন্ন ঘটনা একসময় বড় ঘটনার জন্ম দেবে।

কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় শতাধিক নাট্যকর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে ড. জাফর ইকবাল ও মইনুলকে মারধরে জড়িতদের শাস্তির দাবিতে প্রতিবাদী পথনাটকের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রাম বাংলা থিয়েটারের সভাপতি নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু।

মঙ্গলবার (৬ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান কানন ও কলা অনুষদের যুগ্ম-সাধারণ সম্পাদক ঝলক সরকার অনুশীলন নাট্যদলের নাট্যকর্মী মইনুলকে মারধর করে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এসএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।