ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষা সবার অধিকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
শিক্ষা সবার অধিকার বক্তব্য রাখছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি।

বাগেরহাট: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি বলেছেন, শিক্ষা সবার অধিকার। ধনী-গরিব সবাই এ অধিকার পাবে। স্কুলে যাওয়ার বয়স হলেই সবাই স্কুলে যাবে। 

তিনি বলেন, মিলেনিয়াম ডেভলপমেন্ট গোল অর্জনের জন্য বাংলাদেশ সরকার সবার জন্য শিক্ষা নিশ্চিত করবে। আর সব শিশুকে শিক্ষিত করতে হলে সবার আগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে মায়েদের।

রোববার (১১ মার্চ) দুপুরে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাগেরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার  আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের এমপি অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আতাহার হোসেন, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়।

জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সহস্রাধিক মায়েরা অংশগ্রহণ করেন।
 
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।