বুধবার (১৪ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের কর্মকর্তা আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই শোক জানানো হয়।
এতে জানানো হয়, দুর্ঘটনায় নিহত ও অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সানজিদা হক বিপাশা তার স্বামী ও একমাত্র সন্তানসহ স্বপরিবারে মৃত্যুবরণ করেন।
তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশের পাশাপাশি দুর্ঘটনায় নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারগুলোর সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে সোমবার (১২ মার্চ) স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত বাংলাদেশের বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্লেন বিধ্বস্তের ঘটনায় ৫০ জনের প্রাণহানি খবর পাওয়া গেছে। চার ক্রু ও ৬৭ আরোহী নিয়ে প্লেনটি বিধ্বস্ত হয়।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এআর/এএটি