ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুবি শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
কুবি শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ কুবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

কুবি: ঢাকায় চলমান কোটা সংস্কারের আন্দোলনে আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (১৪ মার্চ) রাত ৯টার দিকে প্রায় আধা ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। পরে আটককৃতদের মুক্তির খবর পেয়ে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়।

পাঁচ দফা দাবিতে সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার আন্দোলন ও হাইকোর্ট মোড়ে অবস্থান কর্মসূচি থেকে বুধবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে সোহরাব, আরিফুল ইসলাম এবং জহির নামে তিনজনকে আটক করে রমনা থানা পুলিশ। এরপর তিনজনকে ছাড়াতে গিয়ে আরও ৬৩ জনকে আটক করেছিল রমনা থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, ১৫ মার্চ, ২০১৮
এমএএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।