ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশালে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে প্রাণনাশের হুমকি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
বরিশালে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে প্রাণনাশের হুমকি

বরিশাল: বরিশালে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বরিশাল নগরের লুৎফর রহমান সড়কের বাসিন্দা অ্যাডভোকেট আব্দুল মন্নান মৃধা এয়ারপোর্ট থানায় শনিবার (১৭ মার্চ) একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট আব্দুল মন্নান মৃধার ছোট মেয়ে জান্নাতুল মওরিন উর্মি বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

বৃহস্পতিবার (১৫ মার্চ ) দুপুর ১টা ৫ মিনিটের সময় উর্মির মোবাইল ফোনে একটি কল আসে। তিনি রিসিভ করলে তাকে হত্যা করে ব্রিজের ওপর থেকে ফেলে দেওয়ার হুমকি দেওয়া। পরে শিক্ষার্থীর বাবা বিষয়টি জানতে ওই নম্বরে ফোন দিলে তার সঙ্গেও অশালীন আচরণ করা হয়।

এ বিষয়ে শিক্ষার্থীর বোন মহানগর যুব মহিলা দলের নেত্রী ফাতেমা তুজ জোহরা মিতু সাংবাদিকদের জানান, ছোটবোন উর্মি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেত্রী। বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় গত কয়েকদিন ধরে তার সঙ্গে অপ্রত্যাশিত বেশ কিছু ঘটনা ঘটেছে। যার মধ্যে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হলে থানা পুলিশকে লিখিত অভিযোগ দিয়ে বিষয়টি অবহিত করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।