ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি সাংস্কৃতিক জোটের সভাপতি আশিক, সম্পাদক পাপ্পু

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
জাবি সাংস্কৃতিক জোটের সভাপতি আশিক, সম্পাদক পাপ্পু সভাপতি আশিকুর রহমান আশিক ও সম্পাদক শহিদুল ইসলাম পাপ্পু। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের কার্যনির্বাহী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরনগর থিয়েটারের (টিএসসি) সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবৃত্তি সংগঠন ধ্বনির সভাপতি শহিদুল ইসলাম পাপ্পু।

শনিবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষককেন্দ্রে বেলা সাড়ে ১১টা থেকে শুরু হয়ে এ নির্বাচন চলে বিকেল ৩টা পর্যন্ত।

  নির্বাচন শেষে সাংস্কৃতিক জোটের সাবেক সহ-সভাপতি মুসফিক-উস-সালেহীন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচিত অন্যন্যারা হলেন- সহ-সভাপতি তানভীর আহমেদ ও মাহাথির মোহাম্মদ, কোষাধ্যক্ষ  শাহাদাত হোসাইন স্বাধীন, দপ্তর সম্পাদক প্রীথুলা প্রসূন পুজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মারুফ মোজাম্মেল।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন- খালিদ মিঠুন, জেনিফার এহসান, হাসান মাহ্দী রুকাস, তাহসীন আসরার আদন ও শাহদাত নোমান।

এর আগে জাবির ১২টি সাংস্কৃতিক সংগঠন নিয়ে সাংস্কৃতি জোট গঠিত।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘন্টা, মার্চ ২৪, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।