রোববার (২৫ মার্চ) সকাল দশটা থেকে ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শনের মধ্যে দিয়ে চলে এ কার্যক্রম।
বিভাগীয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং ইনিস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের উদ্যোগে পিয়ার রিভিউয়ে এক্সটারনাল পিয়ার রিভিউয়ের (ইপিআরটি) সদস্য শ্রীলঙ্কার শাবারাগোমাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রোহানা মালিয়ানারাচ্চি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনিরুজ্জামান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) এর বিবিএ প্রোগ্রামের সহযোগী অধ্যাপক ফারেন হাসান ব্যবস্থাপনা বিভাগের শ্রেণিকক্ষ, সেমিনার কক্ষ, ক্লাস লেকচার পরিদর্শন করেন।
এছাড়াও পিয়ার সদস্যদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি, শারীরিক শিক্ষা বিভাগ, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ বেশ কিছু স্থাপনা পরিদর্শনের কথা রয়েছে।
পরিদর্শন শেষে ওই বিভাগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ইপিআরটির সদস্যরা। এসয় তারা পিয়ার রিভিউয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের মানোন্নয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়নের স্বার্থে পাঁচ বছর পর পর ওই পিয়ার রিভিউ অনুষ্ঠিত হবে বলে জানান তারা।
মতবিনিময়কালে পরিদর্শকরা বলেন, ‘আমরা যে কয়টি ক্যাটাগরিতে পরিদর্শন করেছি। তার প্রতিটিতে ব্যবস্থাপনা বিভাগের অবস্থান অত্যন্ত ভাল। এখানে ছাত্র-শিক্ষকের সম্পর্কও বেশ ভালো। ’
এসময় সেখানে উপস্থিত ছিলেন- ব্যবস্থাপনা বিভাগের সেলফ অ্যাসেসমেন্ট কমিটির সদস্য ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরেফীন, ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. রুহুল আমিন, সেলফ অ্যাসেসমেন্ট কমিটির সদস্য অধ্যাপক ড. আব্দুল হান্নান শেখ, অধ্যাপক ড. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. আলিনুর রহমান, অধ্যাপক ড. শরফরাজ নেওয়াজ, সেলফ অ্যাসেসমেন্ট কমিটির সদস্য সহযাগী অধ্যাপক ড. মোহাব্বত হোসেনসহ বিভাগের শিক্ষকরা।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
টিএ