ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যবিপ্রবিতে ফুটবল খেলতে এলো বিশ্ব ভারতীর দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৮
যবিপ্রবিতে ফুটবল খেলতে এলো বিশ্ব ভারতীর দল ফুল দিয়ে স্বাগত জানানো হচ্ছে বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধ দলকে, ছবি: বাংলানিউজ

যশোর: শিক্ষা ও সংস্কৃতি বিনিময়ের অংশ হিসেবে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এসেছেন বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল।

রোববার (০৮ এপ্রিল) বিকেলে যবিপ্রবিতে এসে পৌঁছান বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ের ২৮ সদস্যের এ প্রতিনিধ দল।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তাদের ফুল দিয়ে স্বাগতম জানান যবিপ্রবির স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. নাসিম রেজা, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আনিছুর রহমান, সাধারণ সম্পাদক ড. মো. নাজমুল হাসান, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. জাফিরুল ইসলাম, যবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাসসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।

এ সময় প্রতিনিধি দলের সঙ্গে বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. অশোক কুমার গুণ, অধ্যাপক স্বাগরিকা বন্দোপাধ্যায়, ড. মহেশ্বেতা খেতমালিস, ড. সুদর্শন ভৌমিক, ড. সেন্টু মিত্র এবং অভিজিত থান্ডার উপস্থিত ছিলেন।

শিক্ষা ও সংস্কৃতি বিনিময়ের অংশ হিসেবে বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয় যবিপ্রবি ক্যাম্পাসে দুই দিন অবস্থান করবেন। সফরের কর্মসূচিতে বিকেলে প্রীতি ফুটবল ম্যাচের যবিপ্রবির খেলার মাঠে প্রাকটিস করেন সফরকারীরা। সন্ধ্যায় চ্যান্সেলরের সম্মেলন কক্ষে তারা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে চা-চক্রে মিলিত হবেন।

সোমবার (০৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিশ্ব ভারতীর শিক্ষার্থীরা যবিপ্রবির ক্যাফেটেরিয়ায় সংস্কৃতি বিনিময় কর্মসূচিতে অংশ নেবেন। এরপর বিকেল চারটায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ। ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। আগামী ১০ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে যবিপ্রবি ক্যাম্পাস ত্যাগ করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
ইউজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।