ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাউবি’র এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
বাউবি’র এসএসসি পরীক্ষার ফল প্রকাশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

গাজীপুর: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষের বিষয় ভিত্তিক ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৫ এপ্রিল) বিকেলে বাউবি তথ্য ও গণসংযোগ বিভাগ পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আবুল কাসেম শিখদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাউবি’র এসএসসি প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষে ৭৭ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী অংশ নেয়।

এর মধ্যে প্রথম বর্ষের ৪৩ হাজার ৬৩৯ জন এবং দ্বিতীয় বর্ষে ৩৪ হাজার ২৮৮ জন। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে ১৯ হাজার ৮৪৯ জন পরীক্ষার্থী পাস করেছে। এ পরীক্ষায় পাসের হার ৫৭ দশমিক ৮৯ শতাংশ।  

পরীক্ষা শেষ হওয়ার ৪৬ দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

এছাড়া জিপিএ bou.ac.bd এবং প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফল exam.bou.edu.bd ঠিকানায় ফল পাওয়া যাবে।  

এসএমএস’র মাধ্যমে ফলাফল পাওয়ার জন্য boustudent ID (11digits without any space, for example লিখে বাংলালিংক-এ 2700 এবং অন্যান্য অপারেটরে 2777 এ SMS পাঠাতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।