শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার (২৬ এপ্রিল) ‘শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি’ ও ‘বান্দরবান বিশ্ববিদ্যালয়’ অস্থায়ীভাবে স্থাপন ও পরিচালনার অনুমতি দিয়ে আদেশ জারি করেছে।
‘শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি’ রাজশাহীতে এবং ‘বান্দরবান বিশ্ববিদ্যালয়’ বান্দরবানে প্রতিষ্ঠিত হবে।
আর ‘বান্দরবান বিশ্ববিদ্যালয়’র প্রতিষ্ঠাতা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং।
গত ১৮ এপ্রিল রাজশাহীতে ‘আহছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ এবং খুলনায় ‘খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়’ স্থাপনের অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্র বলছে, পুরানো একাধিক বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে প্রশ্ন থাকার মধ্যেও নতুন করে আরও দুইটির অনুমোদন দেওয়া হলো। এছাড়া আরও অন্তত এক ডজন বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বর্তমানে ৯৫টি একাডেমিক কার্যক্রম চালাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোর বেশিরভাগই শিক্ষা মন্ত্রণালয়ের শর্ত মানছে না।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ২৬,২০১৮
এমআইএইচ/এমএ