ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুবিতে দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, মে ৩, ২০১৮
কুবিতে দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু সম্মেলনে অতিথিরা

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (ইবি) নৃবিজ্ঞান বিভাগের আয়োজনে ‘এক্সপেরিয়েনসিং অ্যান্থ্রোপলজি: এজেন্ডা এবং প্রসপেকটস’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (০৩ মে) সকাল ৯টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) ময়নামতি সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

এতে সহযোগিতা করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ‘হায়ার এডুকেশন কোয়ালিটি এনহেন্সমেন্ট প্রজেক্ট’ (হেকেপ)।

নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাবেয়া খাতুনের উপস্থাপনায় এবং বিভাগের সভাপতি শামীমা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ফিলিপাইন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নেসটোর টি কেসট্রো।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক ড. এস এম নূরুল আলম ও ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞানের অধ্যাপক ড. আহসান আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের আহ্বায়ক এন এম রবিউল আউয়াল চৌধুরী।
 
সম্মেলনে ফিলিপাইন বিশ্ববিদ্যালয়, ভারতের জয়দেবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, মেদেনীপুর বিশ্ববিদ্যালয়, ওয়েস্ট বেঙ্গল স্টেট বিশ্ববিদ্যালয়, এডামাস বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক এবং জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার গবেষকরা অংশগ্রহণ করবেন।

সম্মেলনে তাত্ত্বিক ধারণা, গবেষণা পদ্ধতি, জনস্বাস্থ্য, অভিবাসন, উন্নয়ন, উন্নয়নের রাজনীতি, মানব দেহে প্রযুক্তির ব্যবহার ও সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট, নীতি ও পরিকল্পনার প্রয়োগ, ভাষা, স্থানীয় জ্ঞান, জলবায়ু পরিবর্তন, ভোক্তা সংস্কৃতি, নৃবিজ্ঞানের দৃশ্যমান বিষয়বস্তু, মানবজাতি সমূহের বিজ্ঞান সম্মত গবেষণাসহ ১৫টি বিষয়ের উপর সর্বমোট ৩৬টি গবেষণাপত্র উপস্থাপিত হবে।

এছাড়া সম্মেলনের প্রথম দিনে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে বলেও জানা যায়।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মে ০৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।